দু ফোঁটা লোনা জল – সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নতুন বাংলা ছোটগল্প New Sad Bangla Short Story

https://amarkalame.blogspot.com/
-শেখ মীরু

“ও কূল ভাঙা নদীরে ... আমার চোখের নীর এনেছি মেশাতে তোর নীরে ... ও কূল ভাঙা নদীরে” -
গানটা নিজের মনে গুনগুন করতে করতে ফারহীন অন্যমনস্ক হয়ে যায়।
সূর্য অনেক্ আগেই অস্ত গেছে। অন্ধকার ঘনিয়ে এলেও উত্তর-পূর্ব কোণে ওঠা চাঁদটার জোছনায় পরিবেশটা বেশ পরিষ্কার। আগামী আলোর অপেক্ষায় ঘুমন্ত পদ্মফুলগুলোর মাঝে পুকুরের জলে চাঁদটার পূর্ণ প্রতিচ্ছবি। পাড়ে গন্ধরাজ ফুলের সুবাস পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছে।
তবে এগুলো ফারহীনের কাছে নতুন কিছু নয়। ও প্রায়ই আসে এখানে। পুকুরের পশ্চিমপাড়ে শান-বাঁধানো ঘাট, ওখানেই বসে ফারহীন। কেন জানে না এই পরিবেশটাকে ওর বড় আপন মনে হয়। ওর মনের সত্য-মিথ্যে অনুভূতিগুলোকে বোঝে শুধু এই বহুদিনের পরিচিত পরিবেশটাই। তাই মন খারাপ হলেই ও এখানে চলে আসে। তবে আজ যেন ওর ইন্দ্রিয়গুলো একটু বেশিই সচেতন হয়ে উঠেছে। বাঁধানো ঘাটের দেওয়ালে ঠেস দিয়ে বসে ফারহীন ভাবতে চেষ্টা করে ওর উনিশ বছরের জীবনটাকে।

বাবাকে ওর কখনই মনে পড়ে না। মাকেও হারায় মাত্র সাত বছর বয়সেই। তার পর থেকে মাসির কাছেই ও বড়ো হয়েছে। এই গ্রামের স্কুলেই গতবছর উচ্চমাধ্যামিক পাস করেছে ও। ফারহীন যখন ক্লাশ ইলেভেনে পড়ে তখনই পরিচয় হয় জুনাইদের সাথে। প্রথম প্রথম জুনাইদকে খুব ভাল লাগত ফারহীনের। তারপর কখন যে সেই ভাললাগা ভালোবাসায় পরিণত হয় ফারহীন মোটেই বুঝতে পারে নি। এদিকে জুনাইদও ফারহীনকে ভালবেসে ফেলে। কিন্তু ওদের এই ভালবাসার কথা কেওই জানতো না, শুধু ওরা দুজন ছাড়া। এরপর ক্রমসঃ ওদের মানসিক ঘনিস্থতা গভীর হতে থাকে। ওরা দুজনেই বাস্তব জগতটাকে ভুলে এক আবেগময় কল্পনার জগতে প্রবেশ করতে থাকে। এমনই এক চরম আবেগময় মুহূর্তে ফারহীন নিজের অজান্তেই তার মনের সাথে দেহটাকেও সঁপে দেয় জুনাইদকে...... এসব ভাবতে ভাবতে ফারহীন এতই মগ্ন হয়ে যায় যে সে বুঝতেই পারেনি কখন তার পেছনে আর একটি নারীশরীর এসে বসেছে।

হঠা ফারহীনের মনে হয় হয়তো অনেক রাত হয়ে গিয়েছে। সে বাড়ি ফেরার জন্য পিছন ফিরতেই দেখতে পায় মেয়েটিকে। -“এমা প্রীতি তুই? কখন এলি? আর এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন?” প্রীতি ওর দিকে তাকায়। চাঁদের আলোয় ওর চোখের তারাদুটো চকচক করে ওঠে। -“এমা প্রীতি তুই কাঁদছিস ? কি হয়েছে বলবি তো!” প্রীতি ভেজা ভেজা গলায় বলতে থাকে, “ফারহীন, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তোর কাছে আমি কোনও কথাই গোপন করি না, কিন্তু আজ একটা কথা তকে বলবো যেটা আমি বহুদিন থেকে তোর কাছে লুকিয়ে রেখেছি।” ফারহীন প্রীতির দিকে উসুক দৃষ্টিতে তাকায়। প্রীতি বলতে থাকে, “ফারহীন, আমি একটা ছেলেকে ভালবাসি ক্লাশ টেন থেকে, ও আমায় বিয়েও করবে বলেছিল, আর আমি ভাবতেও পারিনি যে...” প্রীতি কেঁদে ফেলে। ফারহীন ওকে কাছে টেনে নেয়। প্রীতি কান্নাভেজা গলায় বলতে থাকে –“ফারহীন, আমি এখন গর্ভবতী, আর ও এখন আমায় অস্বীকার করছে ... বল এখন আমি কি করব?” বলতে বলতে প্রীতি কাঁদতে থাকে। ফারহীন বলে, “আশ্চর্য! এমনও ছেলে হয়? আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, ছেলেটা কে? বল, আমি নিজে গিয়ে কথা বলবো ওর সাথে। তোর জীবন নিয়ে খেলা করার ওর কোন অধিকার নেই, নাম কি ছেলেটার?” প্রীতি উত্তর দেয় –“জুনাইদ” । “জুনাইদ?”- ফারহীন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। -“এটা কি করে সম্ভব? তুই মিথ্যা বলছিস।” “না ফারহীন, আমি মিথ্যা বলছি না, এটাই সত্যি।”
ফারহীন আর ভাবতে পারছে না। এখন এই বহুদিনের পরিচিত পরিবেশটাকেও মনে হচ্ছে ঠগ,  মিথ্যা, সব মিথ্যা, গন্ধরাজ ফুলগুলোকে যেন ভুলের মত মনে হচ্ছে তার। প্রতারক চাঁদটারও দুটো চেহারা...একটা আকাশে...একটা জলে। সে রাগে, ক্ষোভে, দুঃখে একটা পাথর তুলে জলের মধ্যে চাঁদের প্রতিচ্ছবিটার দিকে ছুঁড়ে মারে। জলের ঢেউয়ে চাঁদটা হারিয়ে যায়। কিন্তু কতক্ষন? ধীরে ধীরে চাঁদটা আবার জলের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। ধীরে ধীরে ফারহীনও বুঝতে পারে বাস্তবটাকে। সে “মা-আ-আ” বলে জোরে চিকার করে কেঁদে ওঠে। প্রীতি বুঝে উঠতে পারে না ফারহীনের এই কান্নার কারণ। 
...দু ফোঁটা লোনা জল পাড়ে পড়ে পুকুরের মিষ্টি জলের দিকে গড়িয়ে যেতে যেতে হঠা থেমে যায় ।

---সমাপ্ত---


দু ফোঁটা লোনা জল, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নতুন বাংলা ছোটগল্পSAD BANGLA SHORT STORY, ভিন্ন স্বাদের বাংলা ছোটগল্প, বাংলা ছোটগল্প, বাংলা, ছোটগল্প, BENGALI SHORT STORY, BANGLA CHHOTO GOLPO, দুঃখের বাংলা ছোটগল্প

স্বপ্ন গড়ার পালা -ভিন্ন স্বাদের একটি নতুন বাংলা কবিতা New Romantic Bangla Kobita and Recitation Video

https://amarkalame.blogspot.com


মন আর আমি ব্যাস্ত এখন
স্বপ্ন গড়ার কাজে,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি
নিরাশ বুকের মাঝে ।

মন আর আমি পুড়ছি এখন
স্বপ্ন পোড়ার আঁচে
পোড়া ছায় হাতড়ে বেড়ায়
যদি কিছুটা বাঁচে ।

মন আর আমি ব্যাস্ত আবার
স্বপ্ন গড়ার কাজে
আগামীর মাঝে কলুষমুক্ত
তোমার স্মৃতির মাঝে ।।
..................

ভিন্ন স্বাদের বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা, শিউলি -ভিন্ন স্বাদের একটি বাংলা কবিতা


০৪/০১/২০০৩

তোমায় মনে পড়ে -মিষ্টি প্রেমের নতুন বাংলা কবিতা New Romantic Bangla Kobita and Recitation Video


https://amarkalame.blogspot.com

-শেখ মীরু

যখন ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে, তোমায় মনে পড়ে
যখন ভোরের পাখিরা গান ধরে, তোমায় মনে পড়ে ।

যখন সূর্য আসে সকাল নিয়ে
যখন সকাল আসে রঙিন হয়ে
যখন পৃথিবী ঘুম থেকে ওঠে
যখন আলোর স্পর্শে পদ্ম ফোটে
যখন বাতাস জলের সাথে খেলা করে, তোমায় মনে পড়ে ।

যখন দগ্ধ দুপুরে
সূর্য ওঠে মাথার উপরে
সবাই যখন কাজে মগ্ন
আমি দেখি তোমার স্বপ্ন
শুয়ে থাকি একলা ঘরে, তোমায় মনে পড়ে ।

যখন বেলা গড়িয়ে আসে
যখন সন্ধ্যা ঘনিয়ে আসে
পাথিরা নীড়ে ফিরে আসে
যখন আঁধার ঘিরে আসে
যখন চাঁদের শুভ্র জোছনায় প্রকৃতি ওঠে ভরে, তোমায় মনে পড়ে ।

যখন মনে মনে সপ্ন বুনি
যখন একা একা তারা গুনি
যখন আমি একলা রাতে
কবিতা লিখি কলম হাতে
যখন সবাই ঘুমিয়ে পরে, তোমায় মনে পড়ে ।।
......................................
 

মিষ্টি প্রেমের নতুন বাংলা কবিতা, তোমায় মনে পরে,  ভিন্ন স্বাদের বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা

১৮/০১/২০০২

শিউলি - ভিন্ন স্বাদের একটি নতুন বাংলা কবিতা New Bangla Kobita and Recitation Video


https://amarkalame.blogspot.com/









   







শিউলি
-শেখ মীরু

শরতের কোনও এক অন্ধকার ক্ষণে
পরিকল্পিত লতাগুল্মের ভিড়ে
জন্ম আমার,
আমার আগমনে পূর্ণতা পায় আঁধারি প্রহেলিকা
স্বপ্নময় নীল নিভৃতে
অজানা অজ্ঞাত ইঙ্গিত
ফেলি দীর্ঘশ্বাস,
সুবাসিত হয় রাতের আঁধারে আশ্লিষ্ট চন্দ্রিকা

নিশিথের ঘ্রাণস্নাত একরাত্রির জীবন সফরে
প্রবল আনিহা
তবুও মিশিয়ে দিই বুক এক শিশির সীকরে

আমি শিউলি,
অলঙ্কৃত করি রাতের অবয়ব,
আমার জীবনের ইতিবৃত্ত হারিয়ে যায়
সেই রাত্রিরই তমসাচ্ছন্ন কুহেলিকায়,  
রাত্রিশেষে পাখিদের ভোরাই কূজন
সুচিত করে আমার অন্তিম ক্ষণ
অবশেষে হঠাৎ আলো আঁধারি ভোরে
ঝরে পড়ে ধরিত্রীর ক্রোড়ে
জন্মদ গুল্মটির এক ফোঁটা রক্ত,
ঝরে পড়ি আমি

আমি শিউলি,
আমার শবের শোভা প্রতিভাসিত করে
কোনো অজ্ঞাত নববধুর ফুলশজ্জা
অথবা কোনো ভাগ্যহীনার অস্তিমজ্জা
আমি শরতের এক ভুলে যাওয়া রাত্রীর রূপকথা ;
আমি শিউলি
.........................


ভিন্ন স্বাদের নতুন বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা, শিউলি -ভিন্ন স্বাদের একটি বাংলা কবিতা


০২/১০/২০০৩