তোমায় মনে পড়ে -মিষ্টি প্রেমের নতুন বাংলা কবিতা New Romantic Bangla Kobita and Recitation Video


https://amarkalame.blogspot.com

-শেখ মীরু

যখন ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে, তোমায় মনে পড়ে
যখন ভোরের পাখিরা গান ধরে, তোমায় মনে পড়ে ।

যখন সূর্য আসে সকাল নিয়ে
যখন সকাল আসে রঙিন হয়ে
যখন পৃথিবী ঘুম থেকে ওঠে
যখন আলোর স্পর্শে পদ্ম ফোটে
যখন বাতাস জলের সাথে খেলা করে, তোমায় মনে পড়ে ।

যখন দগ্ধ দুপুরে
সূর্য ওঠে মাথার উপরে
সবাই যখন কাজে মগ্ন
আমি দেখি তোমার স্বপ্ন
শুয়ে থাকি একলা ঘরে, তোমায় মনে পড়ে ।

যখন বেলা গড়িয়ে আসে
যখন সন্ধ্যা ঘনিয়ে আসে
পাথিরা নীড়ে ফিরে আসে
যখন আঁধার ঘিরে আসে
যখন চাঁদের শুভ্র জোছনায় প্রকৃতি ওঠে ভরে, তোমায় মনে পড়ে ।

যখন মনে মনে সপ্ন বুনি
যখন একা একা তারা গুনি
যখন আমি একলা রাতে
কবিতা লিখি কলম হাতে
যখন সবাই ঘুমিয়ে পরে, তোমায় মনে পড়ে ।।
......................................
 

মিষ্টি প্রেমের নতুন বাংলা কবিতা, তোমায় মনে পরে,  ভিন্ন স্বাদের বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা

১৮/০১/২০০২

2 comments:

  1. নতুন কবিতা: এ এক অন্য অসুখ

    ভিজিট করুন: https://bit.ly/3e8igTR

    ReplyDelete
  2. হাসির কবিতা সুকুমার রায় দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।

    ReplyDelete