শিউলি - ভিন্ন স্বাদের একটি নতুন বাংলা কবিতা New Bangla Kobita and Recitation Video


https://amarkalame.blogspot.com/









   







শিউলি
-শেখ মীরু

শরতের কোনও এক অন্ধকার ক্ষণে
পরিকল্পিত লতাগুল্মের ভিড়ে
জন্ম আমার,
আমার আগমনে পূর্ণতা পায় আঁধারি প্রহেলিকা
স্বপ্নময় নীল নিভৃতে
অজানা অজ্ঞাত ইঙ্গিত
ফেলি দীর্ঘশ্বাস,
সুবাসিত হয় রাতের আঁধারে আশ্লিষ্ট চন্দ্রিকা

নিশিথের ঘ্রাণস্নাত একরাত্রির জীবন সফরে
প্রবল আনিহা
তবুও মিশিয়ে দিই বুক এক শিশির সীকরে

আমি শিউলি,
অলঙ্কৃত করি রাতের অবয়ব,
আমার জীবনের ইতিবৃত্ত হারিয়ে যায়
সেই রাত্রিরই তমসাচ্ছন্ন কুহেলিকায়,  
রাত্রিশেষে পাখিদের ভোরাই কূজন
সুচিত করে আমার অন্তিম ক্ষণ
অবশেষে হঠাৎ আলো আঁধারি ভোরে
ঝরে পড়ে ধরিত্রীর ক্রোড়ে
জন্মদ গুল্মটির এক ফোঁটা রক্ত,
ঝরে পড়ি আমি

আমি শিউলি,
আমার শবের শোভা প্রতিভাসিত করে
কোনো অজ্ঞাত নববধুর ফুলশজ্জা
অথবা কোনো ভাগ্যহীনার অস্তিমজ্জা
আমি শরতের এক ভুলে যাওয়া রাত্রীর রূপকথা ;
আমি শিউলি
.........................


ভিন্ন স্বাদের নতুন বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা, শিউলি -ভিন্ন স্বাদের একটি বাংলা কবিতা


০২/১০/২০০৩

No comments:

Post a Comment