শিউলি
-শেখ মীরু
শরতের কোনও এক অন্ধকার ক্ষণে
পরিকল্পিত লতাগুল্মের ভিড়ে
জন্ম আমার,
আমার আগমনে পূর্ণতা পায় আঁধারি প্রহেলিকা ।
স্বপ্নময় নীল নিভৃতে
অজানা অজ্ঞাত ইঙ্গিত
ফেলি দীর্ঘশ্বাস,
সুবাসিত হয় রাতের আঁধারে আশ্লিষ্ট চন্দ্রিকা ।
নিশিথের ঘ্রাণস্নাত একরাত্রির জীবন সফরে
প্রবল আনিহা
তবুও মিশিয়ে দিই বুক এক শিশির সীকরে ।
আমি শিউলি,
অলঙ্কৃত করি রাতের অবয়ব,
আমার জীবনের ইতিবৃত্ত হারিয়ে যায়
সেই রাত্রিরই তমসাচ্ছন্ন কুহেলিকায়,
রাত্রিশেষে পাখিদের ভোরাই কূজন
সুচিত করে আমার অন্তিম ক্ষণ ।
অবশেষে হঠাৎ আলো আঁধারি ভোরে
ঝরে পড়ে ধরিত্রীর ক্রোড়ে
জন্মদ গুল্মটির এক ফোঁটা রক্ত,
ঝরে পড়ি আমি ।
আমি শিউলি,
আমার শবের শোভা প্রতিভাসিত করে
কোনো অজ্ঞাত নববধুর ফুলশজ্জা
অথবা কোনো ভাগ্যহীনার অস্তিমজ্জা
আমি শরতের এক ভুলে যাওয়া রাত্রীর রূপকথা ;
আমি শিউলি ।।
.........................
ভিন্ন স্বাদের নতুন বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা, কবিতা, BENGALI POEM, BANGLA KOBITA, আধুনিক বাংলা কবিতা, শিউলি -ভিন্ন স্বাদের একটি বাংলা কবিতা
০২/১০/২০০৩
No comments:
Post a Comment